muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মেসিকে টপকে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রোনালদো

মেসিকে টপকে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রোনালদো

বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি এখন সবার শীর্ষে ওঠার দ্বারপ্রান্তে। কার্লোস রুইজের রেকর্ড ভাঙতে রোনালদোর প্রয়োজন আর মাত্র একটি গোল।

বয়সকে পাত্তা না দিয়েই মাঠে ঝলমল করছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। একে অপরের রেকর্ড ভাঙা-গড়ায় তারা এখনও প্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। তার ঠিক পরেই রোনালদোও জোড়া গোল করলেন ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে।

শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগাল ৫-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে। রোনালদো ও ফেলিক্স জোড়া গোল করেন, আরেকটি গোল করেন কান্সেলো। এই ম্যাচে রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা দাঁড়াল ১৪০-এ, আর বিশ্বকাপ বাছাইয়ে ৩৮।

ম্যাচের ২১ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে রোনালদো প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। জাতীয় দলে এটি তার টানা চতুর্থ ম্যাচে গোল।

এখন রোনালদোর সামনে আছেন কেবল গুয়াতেমালার কার্লোস রুইজ, যিনি ৪৭ ম্যাচে করেছিলেন ৩৯ গোল। রোনালদো খেলেছেন ৪৮ ম্যাচে ৩৮ গোল। অন্যদিকে, মেসির গোল সংখ্যা ৭২ ম্যাচে ৩৬। আর্জেন্টিনার হাতে মাত্র একটি বাছাই ম্যাচ বাকি, যেখানে মেসি খেলবেন না বলে জানিয়েছেন। ফলে রোনালদোকে ধরার সুযোগও প্রায় শেষ।

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা:

কার্লোস রুইজ (গুয়াতেমালা) – ৪৭ ম্যাচে ৩৯ গোল

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – ৪৮ ম্যাচে ৩৮ গোল

লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ৭২ ম্যাচে ৩৬ গোল

আলি দায়েই (ইরান) – ৫১ ম্যাচে ৩৫ গোল

রবার্ট লেভান্ডফস্কি (পোল্যান্ড) – ৪০ ম্যাচে ৩১ গোল

লুইস সুয়ারেজ (উরুগুয়ে) – ৬৪ ম্যাচে ২৯ গোল

পর্তুগালের বাছাইপর্ব মাত্র শুরু হয়েছে। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া, আয়ারল্যান্ড ও হাঙ্গেরি। হোম-অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দু’বার করে। এখান থেকে সেরা ১২ দল সরাসরি খেলবে বিশ্বকাপে, বাকি চার দল উঠবে প্লে-অফের মাধ্যমে।

Tags: