ক্রীড়া ডেস্ক :
পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখে। তার আগেই ঘর ঘোচানোর কাজ শুরু করে দিয়েছে দলগুলো। তারই অংশ হিসেবে গত আসরের চতুর্থ হওয়া দল করাচি কিংস দলে ভিড়িয়ে নিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপন ক্রিস গেইলকে।
গত আসরে লাহোর কালান্দার্সে খেলেছেন ক্রিস গেইল। এবার করাচি তাকে বিনিময় করেছে লাহোরের কাছ থেকে। পরিবর্তে লাহোরকে দিতে হয়েছে সোহেল তানভিরকে।
ক্রিস গেইল ছাড়া করাচি স্বাক্ষর করিয়েছে শ্রীলংকার কুমার সাঙ্গাকারাকে। তিনি শুধু ক্রিকেটার নন, একজন মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন। এছাড়া গত আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কাছ থেকে তারা নিয়ে এসেছে তরুণ ব্যাটসম্যান বাবর আজমকে।
অনেক বড় তারকা ক্রিকেটারকে নিয়েও প্রথম আসরে মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছিল করাচি। বড় বড় তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও টিম ব্যালেন্স ছিল না তাদের। এ কারণে তারা এবার বেশ সতর্ক টিম নিয়ে। কোচ হিসেবে থাকছেন মিকি আর্থারই।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-অক্টোবর, ২০১৬ইং/নোমান