muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ছাতকে বিদেশী মদসহ গ্রেফতার ৩

ছাতকে বিদেশী মদসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১২ বোতল বিদেশী মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোঃ রোমেন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়ারাই পৌরসভার পূর্ব নোয়ারাই ফুটবল মাঠ এলাকায় অভিযান চালান। এসময় তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—

১) মোঃ নুর আলী (২৪), গ্রাম-পূর্ব ঘিলাতলী, ইউপি-বাংলাবাজার,

২) মোঃ মিলন মিয়া (২০), গ্রাম-শ্যামারগাঁও, ইউপি-নরসিংপুর,

৩) মোঃ উসমান আলী (২৮), একই গ্রামের বাসিন্দা।

তাদের হেফাজত থেকে ১২ বোতল AC Black বিদেশী মদ (৩৭৫ মিঃ লিঃ, মোট ৪৫০০ মিঃ লিঃ, আনুমানিক মূল্য ৭,২০০ টাকা) এবং একটি লাল-কালো রঙের TVS Metro Plus (Special Edition) মোটরসাইকেল (মূল্য প্রায় ১,০৫,০০০ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মোঃ রোমেন মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tags: