বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, ‘রাজনীতি করতে হলে জনগণের জন্য করতে হবে। এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হওয়া উচিত নয়।’
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে সঠিক পথে আনতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে। তাহলেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপিকে ইতোমধ্যে ভারতের দালাল বলা শুরু হয়েছে। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তারাই নতুন করে বৈষম্যের সৃষ্টি করছেন। এতে গণতন্ত্রের পথ থেকে আমরা সাম্প্রদায়িক উগ্র-উন্মাদনার দিকে ধাবিত হচ্ছি, যা ফ্যাসিবাদের চেয়ে আরও ভয়াবহ।
অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনে নির্বাচন সম্পন্ন করতে পারে। তাহলে অন্তর্বর্তী সরকার কেন দুই বছর সময় নেয়? তাদের মেয়াদ তো অনন্তকাল লেখা নেই।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মৌলবাদীরা বেহেস্তের টিকিট বিক্রি করছে। ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিকতা নেই, আছে অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার কারণেই মানুষ ন্যায়ের কথা বলতে পারে না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন হিউরাফের আহ্বায়ক আহমেদ হুসেইন।