মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাদের নতুন দপ্তরে পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের ডিসি ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্মসচিব এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে একই দিনে জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে কক্সবাজারের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ডিসি পদে সাধারণত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাই যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় দুই ডিসিকে তাদের পদ থেকে প্রত্যাহার করে নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে সরকার।