muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

নরসিংদী সদর উপজেলায় প্রতিপক্ষের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে বীরগাঁও সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। নিহত ফেরদৌসী আক্তার (৩৫) ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Tags: