ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ১৩ জন অধিনায়ক দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সাকিব আল হাসান। মাশরাফি আজকের ম্যাচসহ ৩৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের তকমা ইতিমধ্যে গায়ে মেখেছেন মাশরাফি।
তার অধিনায়কত্বে বাংলাদেশ ৬৮.৭৫ শতাংশ ম্যাচে জয় পেয়েছে, যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬.৯৩ শতাংশ জয় সাকিবের অধিনায়কত্বে। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয়ে অধিনায়ক হিসেবে সাকিবের রেকর্ড ছুঁলেন মাশরাফি।
সাকিব ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৩টিতে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন। আর আজ ইংল্যান্ডের বিপক্ষে জয়ে ৩৩ ম্যাচে মাশরাফির জিতেছেন ২৩টিতে।
হাবিবুল বাশারের দায়িত্ব পালনের সময় ৬৯ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৯টি। মোহাম্মদ আশরাফুলের সময় ৩৮ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৮টি। আর মুশফিকের সময় ৩৭ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১১টিতে।