ক্রীড়া ডেস্ক :
নাসিরকে একাদশে নেওয়া নিয়ে সমর্থক ও ক্রিকেট বোর্ডের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধ হয়ে যায়।
শেষ পর্যন্ত সমর্থকদের চাওয়াকে গুরুত্ব দিয়ে নাসিরকে দ্বিতীয় ওয়ানডেতে নেওয়া হয়। ব্যাট হাতে দলের বিপদের সময় ২৯ বলে ২৯ রান করেন।
এরপর বল হাতে ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে নেন ১ উইকেট। তার ওভারে ডটবল ছিল ৩৪টি। এ ছাড়া ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জেইক বলের ক্যাচটিও নেন তিনি। তার মধ্য দিয়ে বাংলাদেশের ৩৪ রানের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে তাই নাসিরের প্রশংসা করতে ভুলেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি বলেন, ‘নাসিরের ভাগ্য আসলে ভালো ছিল না। তবে সুযোগ পেয়ে সে তার জেদ প্রমাণ করেছে। তার ফিরে আসাটা সত্যিই অসাধারণ। আশা করছি সে তার ধারাবাহিকতায় বজায় রাখার পাশাপাশি সেরাটা দিতে পারবে।’
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-অক্টোবর, ২০১৬ইং/নোমান