বগুড়ায় আদালত প্রাঙ্গণ থেকে জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়ে গেছেন। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, রফিকুল ইসলামকে আদালতে হাজিরার পর ফেরত নেওয়ার সময় আদালতের গেটের সামনে কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। পরে দ্রুত আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং শুরু হয় চিরুনি অভিযান। তবে রাত পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রফিকুল আদমদীঘি উপজেলার বাসিকোড়া গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরের ৯ জুলাই দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর লক্ষীমন্ডপে শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি। ১৫ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
পুলিশ জানায়, পলাতক আসামিকে ধরতে ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং অভিযান চলছে।