muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবেন লিটন দাসরা।

তার আগে দুবাইয়ের একাডেমি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানে অনেকটা দুঃসংবাদ বয়ে এনেছে লিটনের চোট। বাম পাঁজরে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

জানা গেছে, ব্যাটিং অনুশীলন করার সময় চোট পান লিটন। এরপর তিনি আর ব্যাট করতে পারেননি। শুরুতে ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন। তখন দলের সঙ্গে ছিলেন লিটন। পরে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান তিনি। মাঠেই তখন তাকে শুশ্রূষা দেয়া হয়। এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, লিটনের চোট গুরুতর নয়।

আগামী পরশু সুপার ফোরের পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। টানা দুই ম্যাচের আগে সোমবারই শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।

Tags: