muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে প্রতীক হিসেবে ‘আনারস’ দেয়া হয়েছে ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন সনদ দেয় ইসি। এতে সই করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

সনদে বলা হয়, গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির নিবন্ধন নম্বর ৫৬।

এ বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সংবাদমাধ্যমকে জানান, তার দলের প্রতীক আনারস।

তিনি বলেন, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তারা নিবন্ধনের আবেদন করেছিলেন। তৎকালীন ইসি যাচাই বাছাই করে আবেদন খারিজ করে দিয়েছিল। এরপর উচ্চ আদালতের গিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে ২৯ মে নিবন্ধন রায় পেয়েছি। এ রায়ের কপি বর্তমান ইসির কাছে দেয়ার পর নানা জটিলতা পেরিয়ে আজ নিবন্ধন পেয়েছি।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে লেবার পার্টি। ২০১৮ সালে পিরোজুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোটও করেছিলেন দলটির চেয়ারম্যান।

তিনি বলেন, লেবার পার্টি রাজনীতিতে ‘নতুন ধারার’ সৃষ্টি করবে। প্রাথমিকভাবে দলের কিছু প্রার্থী ঘোষণা করা হবে। দলের নিবন্ধন নম্বর-৫৬।

এর মধ্য দিয়ে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২টি (স্থগিত থাকা আওয়ামী লীগসহ)।

Tags: