বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও বারবার খবরের শিরোনামে উঠে আসেন। আর কোনো না কোনো একটা খবর থাকেই। এবার এ দুই খানের প্রথম জুটি টুইঙ্কেল খান্না ও কাজলের অনুষ্ঠানে। সম্প্রতি সেই অনুষ্ঠানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করলেন তারা।
অনুষ্ঠানে সালমানের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আমির খান বলেন, প্রথম দিকে তিনি বাঁকা চোখে দেখতেন সালমানকে। ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার সময় থেকে বন্ধুত্ব হতে শুরু করে। তিনি বলেন, আমার তখন রিনার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল। তোমার মনে আছে সালমান? তুমি একদিন আমার বাড়িতে নৈশভোজ করতে এসেছিলে। সেখান থেকেই আমাদের গভীর বন্ধুত্ব শুরু হয়েছিল।
এবার আমির খানকে থামিয়ে নিজের অতীতের সম্পর্ক নিয়ে সালমান বলেন, আরে ভাই, সম্পর্ক জমেনি। আর কী করা যাবে। কাউকে যদি দোষ দিতেই হয়, তাহলে আমাকে দোষ দেওয়াই ভালো।
সালমান খানও নিজের অতীতের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, সম্পর্কে যখন একজন সঙ্গী আর একজনের চেয়ে বেশি এগিয়ে যায়, তখনই সমস্যার শুরু হয়। সেখান থেকেই নিরাপত্তাহীনতা জায়গা করে নেয় সম্পর্কে। তাই দুজনের একসঙ্গে উন্নতি করা খুব জরুরি।
ভাইজান একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু স্থায়ী হয়নি কোনোটাই। বিয়েও করেননি। আবার বাবা হওয়ার স্বপ্ন দেখেন সালমান। অভিনেতা বলেন, একদিন আমার অনেকগুলো সন্তান থাকবে। খুব শিগগির, দেখা যাক।