muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সেই বৃদ্ধের চুল-দাঁড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা

সেই বৃদ্ধের চুল-দাঁড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৃদ্ধ ফকিরকে ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার আলোচিত ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মলাটি করেন ভুক্তভোগী সত্তরোর্ধ্ব হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ আকন্দ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান ।

মামলায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় সহযোগী কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে অপারগতার কথা জানান টিপু সুলতান।

কোরবানির ঈদের আগে উপজেলা কাশিগঞ্জ বাজারে ফকির হালিম উদ্দিনকে কিছু লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেন। তিনি নিজের শক্তি দিয়ে ওই লোকগুলোর কাছ থেকে ছুটার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অসহায়ের মত বলছিলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’

এরপর থেকে ফকির হালিম উদ্দিন নিজেকে প্রায় ‘ঘরবন্দি’ করে রাখেন। সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। তখন বিষয়টি সারাদেশে আলোচনার জন্ম দিয়ে।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, ঘটনাটি প্রায় চার মাস আগের। ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি।

শনিবার থানায় হাজির হন হালিম উদ্দিন আকন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মো. শহীদ আকন্দ, প্রতিবেশী নাতি আলীম উদ্দিন আকন্দ এবং ভাতিজা মো. ফারুক মিয়া। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত ওসি।

Tags: