muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

উৎপাদন বাড়ার আভাসেই বিশ্ববাজারে কমলো তেলের দাম

উৎপাদন বাড়ার আভাসেই বিশ্ববাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই শতাংশ হ্রাস পেয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ওপেক প্লাস-এর সম্ভাব্য তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে তুরস্কে রফতানি পুনরায় শুরু হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ বাড়ার আশঙ্কায় এ দরপতন ঘটেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুড ফিউচারসের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে নেমে এসেছে ৬৯ ডলারে। অপর দিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫০ ডলারে।

তিনটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওপেক ও তাদের মিত্র দেশগুলো আগামী রবিবারের বৈঠকে নভেম্বরে দৈনিক কমপক্ষে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে। যদিও বর্তমানে সংস্থাটি তাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রতিদিন প্রায় পাঁচ লাখ ব্যারেল কম উৎপাদন করছে, যা বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা কিছুটা প্রশমিত করছে।

এ দিকে দীর্ঘ আড়াই বছর পর ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চল থেকে তুরস্কে পাইপলাইনের মাধ্যমে তেল রফতানি শুরু হয়েছে। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ সরকার, কুর্দিস্তান আঞ্চলিক প্রশাসন ও বিদেশি তেল কোম্পানিগুলোর মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তির ফলে প্রতিদিন এক লাখ ৮০ হাজার থেকে এক লাখ ৯০ হাজার ব্যারেল তেল তুরস্কের জেইহান বন্দরে পৌঁছাতে পারবে। পর্যায়ক্রমে এই পরিমাণ বাড়িয়ে দৈনিক ২ লাখ ৩০ হাজার ব্যারেল পর্যন্ত উন্নীত করার আশা করা হচ্ছে।

তেলের দামের এই পতন এমন এক সময়ে এলো, যখন গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ক্রুডের দামই ৪ শতাংশের বেশি বেড়েছিল। এসইবি ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেন আগামী দিনে রাশিয়ার রিফাইনারিগুলোর ওপর কৌশলগত হামলা আরও জোরদার করতে পারে।

Tags: