muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বরগুনার পাথরঘাটায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মো. ছিদ্দিকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি বড় টেংরা গ্রাম থেকে একটি ছোট নৌকা ও জাল নিয়ে নদে মাছ ধরতে যান। প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছিল, তিনি নদে ডুবে গেছেন। গভীর রাতে বজ্রপাতের কারণে তাঁর মৃত্যু হতে পারে। জানা যায়, ছিদ্দিকের বাবাও দশ বছর আগে সমুদ্রে নিখোঁজ হয়েছিলেন। পাথরঘাটা ফায়ার সার্ভিস সাব অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সংবাদ শোনার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। স্থানীয়দের সহযোগিতায় আমাদের অভিযান চলমান ছিল। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, বলেশ্বর নদে নিখোঁজ জেলে ছিদ্দিকের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথ উদ্ধারকাজ চালাচ্ছিল। আজ দুপুর ৩টার দিকে স্থানীয় এক জেলে বিহঙ্গদ্বীপের ধানের মধ্যে মরদেহ দেখতে পেয়ে সংবাদ দিলে তাকে উদ্ধার করে আনা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: