ফেনীর দাগনভূঞা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে বাসযাত্রী ও পথচারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি হারুন উর রশিদ।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে অটোরিক্সার চালক মো. শ্রাবণ (২০) এবং একই উপজেলার খুঁশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে সাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া সেতুর ইউটার্ন এলাকায় সড়কের পাশে কয়েকটি ছোট পরিবহনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি পিকআপ বাসটিকে ধাক্কা দেয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, দুর্ঘটনার পরপর বাস চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।