muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

অর্থ আত্মসাতের মামলার নৌবাহিনীর অডিটরকে গ্রেপ্তার করেছে দুদক

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ

অর্থ আত্মসাতের মামলার আসামি নৌবাহিনীর অডিটর মানিক চন্দ্র মৈত্রকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

 

 

সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্  জানিয়েছেন।

 

দুদক সূত্রে জানা যায়,  খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের নগেন্দ্রনাথ মৈত্রের ছেলে মানিক চন্দ্র ২০০৫ সালে সেনাবাহিনীর অডিটর থাকাকালে অন্যদের যোগসাজশে ১৮ জন সেনা কর্মকর্তার নামে ভুয়া বিল পাশ করে আত্মসাত করেন। এই অভিযোগে গত ২০১৫ সালের ২৪ নভেম্বর মানিক চন্দ্র মৈত্রসহ সাতজনকে আসামি করে ঢাকা ক্যান্টমেন্ট থানায় মামলা করে দুদক।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /  ১০-১০-২০১৬ ইং/মোঃ হাছিব

 

Tags: