muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিসিবিতে ২৫ পরিচালকের ২০ জনই নতুন

বিসিবিতে ২৫ পরিচালকের ২০ জনই নতুন

কী হবে? কী হতে পারে? তার আভাস মিলেছিল আগেই। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থিদের বড় অংশ নির্বাচন বয়কট করেছে আগেই। তাতে করে নির্বাচনের আকর্ষণ, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বীতা কমে প্রায় শূন্যের কোটায় নেমে আসে।

তাতে করে ক্রীড়া উপদেষ্টা তথা সরকার সমর্থনপুষ্ট আমিনুল ইসলাম বুলবুল ও তার পক্ষের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে। ৬ অক্টোবরের নির্বাচনে বুলবুল ও তার পক্ষ জিতবে ধরেই বসেছিলেন ক্রিকেট অনুরাগীরা। বাস্তবে সেটাই হয়েছে। আজ সোমবারের বিসিবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হয়েছে আমিনুল ইসলাম বুলবুল ও তার পক্ষের।

এক কথায় নির্বাচিত ২৩ জনের সবাই বুলবুলপন্থি। আর এনএসসি কোটায় যে দুজন বোর্ডে পরিচালক হিসেবে এসেছেন, তারাও যেহেতু সরকার মনোনীত, আর বুলবুলও সরকার সমর্থনপুষ্ট- তাই ধরেই নেওয়া যায় পুরো ২৫ জনের বোর্ডই বুলবুল ও তার দলের।

এদিকে যার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, এবারের বিসিবি পরিচালনা পর্ষদে নতুনের সমাহার। ২৫ জনের বোর্ডে পুরোনো মুখ মাত্র ৫ জন; ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুর আলম। যারা আগে একবার হলেও বোর্ড পরিচালক পদে ছিলেন।

কিন্তু বাকি ২০ জন একদমই নতুন। এর মধ্যে ক্যাটাগরি-১ মানে জেলা ও বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল আর নাজমুল আবেদিন ছাড়া যে ৮ জন (আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী, রাহাত শামস, শাখাওয়াত হোসেন, মোখলেসুর রহমান ও মোহাম্মদ হাসানুজ্জামান) প্রথমবার বিসিবি পরিচালক হলেন।

অন্যদিকে ক্যাটাগরি-২ তথা ঢাকার ক্লাব কোটায় ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুর আলম এর আগেও বোর্ডে ছিলেন। বাকি ৯ জন (ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, ফাইয়াজুর রহমান মিতু, আদনান দীপন, আবুল বাশার শিপলু ও এম নাজমুল হোসেন) প্রথম বোর্ড কর্তা হলেন।

ক্যাটাগরি ১ ও ২ থেকে ১৭ জন নতুন। তার সাথে যুক্ত হবেন আরও তিনজন। একজন ক্যাটাগরি-৩ থেকে খালেদ মাসুদ পাইলট। আর দুজন নতুন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আরও দুজন; এম ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। মোট ২০ জন নতুন পরিচালক, যারা প্রথমবার বিসিবিতে আসলেন।

Tags: