muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঢাকার ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনের নির্দেশ সড়ক উপদেষ্টার

ঢাকার ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনের নির্দেশ সড়ক উপদেষ্টার

ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা নিরসনে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রকৌশলীসহ ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ার অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, যানজটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ ১২ কর্মকর্তাকে ঢাকার অফিসে না বসে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ নির্দেশনা অমান্য করলে বা দায়িত্বে অবহেলা করলে তাদের বরখাস্ত করা হবে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে তীব্র যানজটে পড়েন সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান।

যানজটে দুই ঘণ্টা আটকে থাকার এক পর্যায়ে বাধ্য হয়ে মোটরসাইকেলে করে বিশ্বরোড মোড়ে যান উপদেষ্টা। এরপর তিনি সেখানে সড়ক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের প্রধান কারণ হিসেবে ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করেছেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। আগে সড়কে শৃঙ্খলা আনতে হবে। ট্রাফিক শৃঙ্খলা থাকলে কোনো অসুবিধা হত না। হয়ত আধা ঘণ্টা সময় বেশি লাগত। এজন্য আমরা রাস্তায় ডিভাইডার স্থাপন করব। বর্ষার কথা বিবেচনা করে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত অংশ ঢালাই করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সরাইল-বিশ্বরোড মোড়ে উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ফাওজুল কবির বলেন, প্রধান সমস্যা সড়ক নয়, সবাই রাস্তা চায়। কিন্তু রাস্তা যেভাবে তৈরি হচ্ছে, তাতে বাসাবাড়ি, শিল্পকারখানা এমনকি কবর দেয়ার জায়গাও থাকবে না। তাই সড়কের ওপর নির্ভরতা কমিয়ে রেল ও নৌপথের ব্যবহার বাড়াতে হবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: