muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অষ্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিসি সড়কের আশ্রম সেতুর পাশ থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালীবাড়ী আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা আশ্রম সেতুর পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags: