muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ট্রফি পৌঁছায়নি ভারতে, আইসিসি পরিচালকের পদ হারাতে পারেন নাকভি

ট্রফি পৌঁছায়নি ভারতে, আইসিসি পরিচালকের পদ হারাতে পারেন নাকভি

এশিয়া কাপ শেষ হয়ে দুই সপ্তাহ পার হলেও ভারতের হাতে এখনও ট্রফি পৌঁছায়নি। ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। নাকভি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে তাঁর কাছ থেকেই নিতে হবে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআই মনে করছে আইসিসি নাকভির আচরণের জন্য তাকে সতর্ক করতে পারে। এমনকি নাকভি আইসিসিতে তাঁর পরিচালক পদ হারাতে পারেন। পিটিআই সূত্রে বলা হয়েছে, ‘ভারতীয় দলকে জোর করে ট্রফি দেওয়ার অধিকার নাকভির ছিল না।’

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আগে বলেছিলেন, ‘এশিয়া কাপের ট্রফি নাকভির ব্যক্তিগত সম্পত্তি নয় এবং তা দ্রুত ভারতের কাছে ফেরত দিতে হবে। এ বিষয়ে কিছুদিন আগে অনুষ্ঠিত এসিসির সভাতেও আলোচনা হয়েছে। সেই সভায় বিসিসিআই দাবি জানায়, অবিলম্বে ট্রফি হস্তান্তর করতে। তবে নাকভি জানান, ভারতকে তাদের অধিনায়ককে এসিসির কার্যালয়ে পাঠিয়ে ট্রফি নিতে হবে।’

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এশিয়া কাপের ট্রফিটি এখন দুবাইয়ে এসিসির কার্যালয়ে তালাবদ্ধ আছে। নাকভির অনুমতি ছাড়া ট্রফিটি স্থানান্তর বা কারও হাতে তুলে দেওয়া যাবে না। নাকভির ঘনিষ্ঠ এক সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘ট্রফিটি এখনো এসিসির অফিসে আছে। নাকভির নিজে উপস্থিত থেকে ভারতীয় দল বা বিসিসিআইকে ট্রফি দেবেন।’

Tags: