ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ছিল গত ১১ অক্টোবর। এ উপলক্ষ্যে সন্ধ্যায় বনানীর একটি স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে উঠেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিন উদযাপনে।
কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শুধু এখানেই শেষ নয়; এবারের জন্মদিনটি তার জন্য এক ভিন্নমাত্রা এনেছে। সশরীরে উপস্থিত না থেকেও দেশের নানা প্রান্তের ভক্তদের সম্মিলিতভাবে ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে যে উষ্ণতা দেখিয়েছেন, তাতে মুগ্ধ ও আপ্লুত হয়েছেন এ অভিনেত্রী।
নিজের এই বিশেষ দিনের অনুভূতি জানাতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন, তার ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা, যার যার অবস্থানে কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো তার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন— অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখিয়েছেন, তা সত্যিই বিরল ঘটনা। আমার সব ফ্যান বন্ধু এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা দেশের নানা প্রান্তে থেকে আপনারা যার যার জায়গায় কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
অভিনেত্রী বলেন, দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে— আমাদের বন্ধন কতটা দৃঢ়। আপনাদের পাঠানো সেসব ছবি আজ আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।
অপু বিশ্বাস বলেন, আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানানোর জন্য প্রতিটা মানুষকে জানাই গভীরতম কৃতজ্ঞতা। এ ভালোবাসা এভাবেই অটুট থাকুক।অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল বলে জানান অভিনেত্রী।