টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার চতুর্থ সংস্করণ আসছে ক্রিকেটে, নাম টেস্ট-টোয়েন্টি।২০২৬ সালের জানুয়ারি থেকে এই ফরম্যাট চালু হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ছয়টি ফ্র্যাঞ্চাইজির সমন্বয়ে অনুষ্ঠিত হবে ‘টেস্ট টোয়েন্টি’। এর মধ্যে তিনটি থাকবে ভারতের, বাকি তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি ম্যাচে খেলা হবে ৮০ ওভার। সেট হবে চারটি, অর্থাৎ প্রতি সেশন হবে ২০ ওভারের। টেস্ট ফরম্যাটে টি-টোয়েন্টির ঝাঁজ দেখা যাবে নতুন এই ফরম্যাটে।
টেস্ট টোয়েন্টির প্রতিটি দলে থাকবে ১৬ জন ক্রিকেটার,৮ জন ভারতীয় এবং ৮ জন বিদেশি। মোট ৯৬ জন ক্রিকেটার নিলামের মাধ্যমে দল পাবে। বাকি ২০৪ জন খেলোয়াড়, যারা তিন ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিলাম পুলে অন্তর্ভুক্ত থাকবেন। তারা পরবর্তীতে ওয়াইল্ডকার্ড পুলে স্থান পাবেন। এই দলটি অনেকটা সাইডবেঞ্চের মতো। অর্থাৎ মৌসুম চলাকালে এখান যে কাউকে দলে ভিড়াতে পারবে দলগুলো।
অনেকদিন ধরেই এই ফরম্যাট নিয়ে আলোচনা চলছি। ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারও ওয়ানডে-টি টোয়েন্টি-টেস্ট এর ফর্মুলাকে কাজে লাগিয়ে নতুন এই সংস্করণ আনার ব্যাপারে বলেছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানিন এই উদ্যোগ নিয়েছেন। তার পাশে রয়েছেন হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেডেন এবং ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তীরা।