কিশোরগঞ্জের করিমগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ পৌরসভার বেপারীপাড়া মোড়ে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত শহর আলীর ছেলে। তাঁর পুত্র ঘাতক বাদল মিয়া (৪৫) ঘটনার পর থেকেই পলাতক। বাদল স্থানীয়ভাবে ভাঙারির ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টার দিকে পিতা–পুত্রের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাদল মিয়া ছুরি দিয়ে পিতার বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই মুক্তু মিয়া বলেন, ‘ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাই খাটের ওপর উপুড় হয়ে পড়ে আছেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
পরিবারের সদস্যদের ভাষ্য, তিন মাস আগে বাদল মিয়া পারিবারিক ঝগড়ার পর স্ত্রী–সন্তানকে শ্বশুরবাড়ি পাঠান। তাঁদের ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় বাদল ও তাঁর বাবার মধ্যে বিরোধ তৈরি হয়। ওই ঘটনায় মামলা হলে বাদল কিছুদিন আগে জেল থেকে ছাড়া পান।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’