বিনোদন ডেস্কঃ
জীবনে থ্রিল থাকবেই, জীবনের মজাটা নাকি ওখানেই। এজন্যই মানুষ শিহরণ জাগানো ঘটনার মুখোমুখি হতে চায়। তেমনি পানির ভয়ঙ্কর দানব কুমিরের মুখোমুখিও হতে চায় অনেকে। আর এমন মানুষদের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছে কুমিরের পার্ক।
কুমিরের পার্কটির নাম `ক্রোকোসরাস কোভ’। এই পার্কে আছে ‘কেজ অফ ডেথ’ বা ‘মৃত্যুর খাঁচা’। যাতে চড়ে আপনি ১৬ ফুটের দীর্ঘকায় কুমিরের খুব কাছাকাছি যেতে পারবেন। পানির নীচে ১৫ মিনিট ভয়ংকর দানবটির পাশাপাশি অবস্থান করতে পারবেন। সাক্ষী হতে পারবেন এক বিরল অভিজ্ঞতার।
ভয় নেই, এখনও পর্যন্ত এখানে মৃত্যুর নজির নেই। তবে দুর্বলচিত্ত পর্যটকদের জন্য ‘মৃত্যুর খাঁচা’য় যেতে মানা আছে।
মজার ব্যাপার এই ‘কেজ অফ ডেথ’-ই প্রচুর পর্যটক টানছে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইন শহরে। কারণ, ১৫ মিনিট ধরে ১৬ ফুটের কুমিরকে কাছে থেকে চাক্ষুষ দেখার সুযোগটি হাতছাড়া করতে চাইছেন না অনেক পর্যটক।
কুমিরের জন্য ‘কুখ্যাত’ মেরি নদীর তীরেই অস্ট্রেলিয়ার ডারউইন শহর। শহরের মাত্র ১০০ কিলোমিটারের দূরত্বে গড়ে উঠেছে বড় বড় কুমিরকে চাক্ষুষ দেখার পার্ক ‘ক্রোকোসরাস কোভ’।
নোনাজলের হিংস্র কুমিরের সামনে খাঁচাবন্দি অবস্থায় ছেড়ে দেওয়া হয় পর্যটকদের। মৃত্যুর মুখে না পড়লেও ১৬ ফুটের বিশালাকার কুমির দেখে দুরুদুরু বুকে উপভোগ করেন তারা।
অন্য কোনো পরিস্থিতি যাতে না হয়, তার জন্য সতর্ক থাকে পার্ক কর্তৃপক্ষ। তাই নির্দিষ্ট বয়সিদের পর্যাপ্ত ট্রেনিংয়ের পরই কুমির দর্শনের সুযোগ দেওয়া হয়।
‘মৃত্যুর খাঁচা’র অভিজ্ঞতা নিতে হলে আপনাকে গুনতে হবে ১২৬ ইউএস ডলার বা প্রায় দশ হাজার টাকা। দুজন হলে অবশ্য দিতে হবে ১৯০ ডলার বা প্রায় পনের হাজার টাকা।
তথ্যসূত্র ও ছবি : হাফিংটন পোস্ট