muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর করে।

এই ঘটনার প্রতিবাদে ও তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশের জেলা শহরগুলোর মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধা সংসদ।

শুক্রবার সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে রোববার তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি চাই। যদি এই স্বীকৃতি না পাই, তাহলে ভবিষ্যতে আর কেউ এ দেশের জন্য আত্মত্যাগে উৎসাহী হবে না।’

জুলাই যোদ্ধাদের ৩ দাবি হলো- ১️। জুলাই শহীদদের জাতীয় বীর এবং আহত বা পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দেওয়া; ২️। শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণা; ৩। দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন; যাতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের হয়রানি করা না হয়।

মাসুদ রানা অভিযোগ করে বলেন, আলী রীয়াজ স্যার বলেছেন, আহত ও শহীদ পরিবারকে আইনি সুরক্ষা দিতে হবে। কিন্তু জুলাই সনদের পঞ্চম ধারায় তার কোনো উল্লেখ নেই। তাহলে কি আমাদের সঙ্গে আরেকটি প্রতারণা হলো?

তিনি জানান, বিগত এক মাসে সরকার ও ঐকমত্য কমিশনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও দাবিগুলো সনদে যুক্ত হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে অপেক্ষা করেছি, কিন্তু সরকার আলোচনায় বসেনি।

সৌরভ বলেন, ‘সকাল ১০টা ৩৫ মিনিটে আমরা শান্তিপূর্ণভাবে মঞ্চে অবস্থান নিই। সাড়ে ১২টার দিকে কমিশনের প্রতিনিধি দল আসে। আমরা তিন মিনিট সময় চেয়েছিলাম নিজেদের মধ্যে কথা বলার জন্য। কিন্তু পুলিশ সময় না দিয়ে হঠাৎ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে।’

তিনি দাবি করেন, ‘আমাদের ওপর এমনভাবে হামলা হয়েছে, যেন আমরা এই রাষ্ট্রের শত্রু। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।’

Tags: