কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সম্ভাব্য প্রার্থী ডা. মো. এরশাদ আহসান সোহেল।
দিনব্যাপি এ ক্যাম্পে বিভিন্ন রোগের প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে ডা. এরশাদ আহসান সোহেলসহ ১০ জন চিকিৎসক ও ২০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. খন্দকার মুস্তাকীম আহমেদ, ডা. সাদিয়া মেহজাবিন সামান্তা, ডা. মো. তাহমিদুল ইসলাম রাফি, ডা. মো. শফিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এরশাদ আহসান সোহেল বলেন,
‘বিএনপির ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি রয়েছে, তারই অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষ সহজে চিকিৎসা সেবা পেতে পারে।