muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে বকুল হত্যা, আবার ও নিরীহ গ্রামবাসীদের বাড়িতে হামলা, আহত-২

bajitpur
বাজিতপুর সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়েনের রাহেলা গ্রামে গত শুক্র ও শনিবার সকালে রাহেলা গ্রামে বকুল হত্যা মামলা হওয়ার ০১ মাস ১০দিন পর নিহত বকুল মিয়ার আতœীয়স্বজনরা নিরীহ ৩-৪টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটিয়েছে।

এ হামলায় বাচ্চু মিয়ার স্ত্রী রীনা বেগম (৪৫) কে দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে কোমর ভেঙ্গে ফেলেছে বলে এলাকাবাসীর সূত্রে জানাগেছে। জানাযায় গত ৮ এপ্রিল দীবাগত রাত অনুমান সাড়ে নয়টার দিকে এক আতœীয়ের হামলায় বকুল মিয়া (৪৫) মারাতœক জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে বকুল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে মৃত বকুল মিয়ার আতœীয় আব্দুল আওয়াল বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এলাকাবাসী গত কাল শনিবার সাংবাদিকদের জানান, হাজী আব্দুল লতিফ হামির ছান মিয়া ও বাচ্চু মিয়ার বাড়ি-ঘর ভাংচুর করেছে নিহত বকুলের স্ত্রী, ছেলে ও আতœীয়-স্বজনরা। বাড়ি-ঘর ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণা-লংকার সহ অন্তত ৩-৪লাখ টাকার ক্ষতিস্বাধন করে। বাজিতপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সাহা গতকাল শনিবার সকালে জানান হামলা ও ভাংচুরের ঘটনার কথা শুনেছেন কিন্তু এখন পর্যন্ত কেহ অভিযোগ করতে আসেনি বলে উল্লেখ করেন।

Tags: