muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নরসিংদীতে ১১ আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিসহ ৮ জন গ্রেপ্তার

নরসিংদীতে ১১ আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিসহ ৮ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে র‌্যাব বলছে, ‘আধিপত্য বিস্তারের’ জন্য অস্ত্রগুলো নিজেদের জিম্মায় রেখে ছিলেন তারা।

আর অস্ত্রগুলো আনা হয়েছিল পার্শবর্তী দেশ থেকে নদীপথে, এর বাইরে কক্সবাজারের মহেশখালী থেকেও তারা অস্ত্র সংগ্রহ করত বলেও দাবি করেছে র‌্যাব।

নরসিংদীর রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকায় শুক্রবার রাতভর ‘সাঁড়াশি অভিযানে’ অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা আটজন হলেন- মো. শফিক মিয়া (৩২), মো. মোস্তফা (৩৮), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), মো. বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯), মো. বাছেদ (৪০) ও ১৭ বছর বয়সী এক কিশোর।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ২টি বিদেশী পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ২টি এলজি ও ১টি পাইপগান।

এছাড়া ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলিও উদ্ধার করার তথ্য দিয়েছে র‌্যাব।

Tags: