মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক দূর্যোগ দিবস উপলক্ষে ১৩ অক্টোবর ২০১৬ অক্টোবর উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে গুরুদয়াল কলেজ মাঠে দূর্যোগ মোকাবেলা ও মহড়া অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ-দুর্ঘটনায় ঝুঁকি হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা এ, কে, এম শাহজাহান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সাদের নির্বাহী পরিচালক মতিউর রহমান, ফায়ার সার্ভিস উপ পরিচালক দুলাল মিয়া ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ কাজী করিম উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামালসহ সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতি বলেন- দূর্যোগের জন্য বাংলাদেশ এক হাজার ভাগের সাত ভাগ দায়ী। তাছাড়া এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, চীন ও অন্যান্য রাষ্ট্রের ভারী বৃষ্টিতে আক্রান্ত হলে বাংলাদেশকে আক্রান্ত করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাকৃতিক দূর্যোগ হতে রক্ষার জন্য মাটির কেল্লা তৈরি করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার আমলে দূর্যোগ মোকাবেলায় ও পূনর্বাসনের জন্য আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন- দূর্যোগকালীন সময়ে উদ্ধার কর্মীদেরকে বিশেষ করে ফায়ার সার্ভিস কর্মীদেরকে উৎসুক জনতা সহযোগিতার উদ্ধার কাজ ব্যাহত করেন। আসুন জাতির যেকোনো দূর্যোগকালীন সময়ে বন্যা, খরা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, অগ্নিকা-, ভূমিকম্পসহ যে কোনো ধরনের তাৎক্ষণিক দূর্ঘটনাকে নিজের স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একজন মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। আর এটাই হবে একজন মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-১০-২০১৬ইং/ অর্থ