আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে জোরেশোরেই প্রচারণায় নেমেছিলেন কণ্ঠশিল্পী মনির খান। সাবেক এই জাসাসের কেন্দ্রীয় নেতা ধানের শীষের পক্ষে চষে বেড়িয়েছেন ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) গ্রাম-গঞ্জ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও ছিলেন সরব। এ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
তবে গতকাল সোমবার (৩ নভেম্বর) বিএনপি সারাদেশে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। সেখানে ঝিনাইদহ-৩ আসনে বাদ পড়েছেন মনির খান। কিন্তু মনোনয়ন না পেয়েও মনির খান এখনও আছেন ভোটের মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন। মনির খানের সেই স্টাটাস ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছে।
বিএনপির একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে, মনির খান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে সে যাত্রায় মনোনয়ন না পেয়ে অভিমানে দল থেকে পদত্যাগ করেন সাবেক এই জাসাস নেতা। এরপর গড়িয়েছে ৭ বছর। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ধানের শীষের হাল ধরতে নেমে পড়েন মহেশপুর-কোটচাঁদপুর জনপদে। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তিনি।
তবে গতকাল বিএনপি এই আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে। ঘোষণার পরপরই মনির খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন- অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩ এ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভ কামনা রইল। মনির খানের ওই স্ট্যটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা ছড়িয়ে পড়ে ঝিনাইদহ-৩ নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের মাঝেও। ভোটারদের দাবি, মনির খান নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় নামলে একটা ভিন্ন আলোড়ন সৃষ্টি হবে। সেই উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে মহেশপুর-কোটচাঁদপুরে।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, আমরা কোনো ভেদাভেদ বুঝি না। ধানের শীষের মনোনয়ন যিনি পেয়েছেন, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করব। শিল্পী মনির খানসহ যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা সবাই ধানের শীষের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনিকে সমর্থন দিচ্ছেন। এটি বিএনপির জন্য আশার কথা। আমরা এই আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।
ভোটাররা মনির খানের এই অবস্থানকে ইতিবাচক ভাবেই দেখছেন। এ বিষয়ে কণ্ঠশিল্পী মনির খান বলেন, আমি প্রচার প্রচারণার শুরু থেকেই বলে এসেছি, ধানের শীষ প্রতীক যার, ভোট দেবো সবাই তার। কাজেই, বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন, আমি তার পক্ষেই কাজ করব। মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিগত ১৭ বছর জেল জুলুম সহ্য করে লাখ লাখ বিএনপি নেতাকর্মী ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। আমাদের সামনে ভোটাধিকার ফিরেছে। কাজেই, এই নির্বাচনে ভুল করার কোনো সুযোগ নেই। আমাদের সম্মিলিত ভাবে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।