muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির

সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামের বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিজিবি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে।

দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, অতি সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামে একটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচার করছে।

এ ধরনের ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার’ প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করছে বাহিনীটি।

বিজিবি বলেছে, সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে সদা জাগ্রত রয়েছে।

যে কোনো তথ্য বা গুজব যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে বিজিবি।

Tags: