বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলম এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা এই ক্রিকেটার দাবি করেছেন, জাতীয় দলে থাকাকালীন তিনি যৌন হেনস্তার শিকার হয়েছেন। শুধু তাই নয়, তিনি সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারসহ আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন।
দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাহানারা জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া অবিচার নিয়ে মুখ খোলেন। এরপরেই নতুন করে যৌন হেনস্তার মতো সংবেদনশীল বিষয় সামনে আসে।
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিসিবি জানিয়েছে, এই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিয়ে বেশ ৪টি পদক্ষেপ নিতে চলেছেন বলে জানা গেছে। পদক্ষেপগুলো হলো–
১। সিইওকে স্পষ্ট করতে হবে তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কি না এবং কবে পেয়েছিলেন। যদি পেয়ে থাকেন, তবে কেন তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তা ব্যাখ্যা করতে হবে।
২। অভিযুক্ত ব্যক্তিরা যদি এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মরত থাকেন, তবে সিইওকে অবিলম্বে তাদের সাময়িকভাবে বরখাস্ত করতে হবে।
৩। সিইওকে আইন বিভাগের সহযোগিতায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্তের অগ্রগতি প্রতিবেদন আকারে বোর্ডে জমা দিতে হবে। তদন্তের ভিত্তিতে সিইও ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন।’
৪। সিইওকে ক্রিকেট অপারেশন্স ও মহিলা উইং-এর সঙ্গে যৌথভাবে নারী খেলোয়াড়দের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা পর্যালোচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে।