muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। বাংলাদেশ আজ (শনিবার) একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

৫৩ কেজি ওজন শ্রেণীতে মারজিয়া আক্তার ইকরা জিতেছেন ব্রোঞ্জ। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তিনি ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি।

৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতা করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন তিনি।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচ্যারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই।

আজ বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। আগামীকাল রোববার এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।

Tags: