ভোলার চরফ্যাশন উপজেলায় চেতনানাশক মেশানো মিষ্টি খাইয়ে একই পরিবারের সকলকে অচেতন করে ২২ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো.জসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জসিম চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.সিদ্দিকের ছেলে। তিনি পেশায় মাহিন্দ্র গাড়ি চালক।
অভিযোগ,গত ২২ সেপ্টেম্বর ওই উপজেলার জিন্নাগর ইউনিয়নে নিজ বসতঘরে রাতের আঁধারে জসিমের ধর্ষণের শিকার হন গৃহবধূ। দুইদিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জসিমকে প্রধান আসামি করে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ ঘটনার পরপরই আত্নগোপনে ছিলেন জসিম।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাতে চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জসিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.মেহেদী হাসান।
তিনি বলেন,আসামি মো.জসিম পেশায় মাহিন্দ্রা চালক। গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে নতুন গাড়ি কেনার আনন্দে সে ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়িতে মিষ্টি নিয়ে যায় এবং খাওয়ার জন্য ছয়টি মিষ্টি দেয়। তার দেওয়া মিষ্টি খেয়ে ভুক্তভোগীসহ তার পরিবারের সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে রাত আনুমানিক ৪টার দিকে আসামি ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম তার অপরাধ শিকার করেছে। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এ সময় চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।