muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

১২টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার জাতীয় সংসদ গৃহীত ১২টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।
বিলগুলো হলো দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশনে গৃহীত ৬টি বিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল, ২০১৬; রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬; চা বিল, ২০১৬ এবং সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৬ এবং জাতীয় সংসদের দ্বাদশ (২০১৬ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশনে গৃহীত ৬টি বিল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল, ২০১৬;সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল, ২০১৬; রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৬; বৈদেশিক অনুদান (সেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬; জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৬ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল, ২০১৬।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ১৩-১০-২০১৬ ইং/মোঃ হাছিব

Tags: