রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে কয়েক খণ্ড করে দুইটি ড্রামে রাখা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুইটি নীল ছোট ড্রাম কে বা কারা রেখে যায়। বিকেলে ড্রামগুলো রাখা দেখে সন্দেহ হলে বিষয়টি নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রামগুলো খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো মাটিতে ঢেলে দেওয়ার পর ভিতরে মানুষের খন্ডিত শরীরের অংশ বের হয়ে আসে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আজকে দুপুর আড়াইটায় একটি ভ্যান এসে ড্রামগুলো রেখে গেছে। ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড করা একটা মরদেহ উদ্ধার করি। কার মরদেহ সেটি এখনো শনাক্ত করা যায়নি। তবে কে বা কারা ড্রামগুলো রেখে গেছে তা আমরা শনাক্তের চেষ্টা করছি।