কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির একটি মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এসময় বসতঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে রাত ১০টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে মিঠামইন বাজারে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি কামালপুর এলাকা অতিক্রম করার সময় মিছিলকারীরা কামালপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে।’