muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু

আমতলীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু

শীত চলে আসলেও বরগুনায় ডেঙ্গুর প্রকোপ স্বাভাবিক হয়নি। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আবু বকর খান (৫৩) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে রোগীর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, আবু বকর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আবু বকর বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনাখানের বাড়ির মৃত আরশেদ আলী খানের ছেলে। মৃত্যুকালে আবু বকর স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। এছাড়া জেলা সদর ২৮, আমতলী ৪, তালতলী ৬, বেতাগী ৪, বামনা ৩ এবং পাথরঘাটা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭ জন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৪০৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩৫১ জন। বরগুনা সদর ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরো ৫০ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘শীতের মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যের দিকে নেমে আসতে আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে এর জন্য জরুরি আমাদের সচেতনতা।

Tags: