muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেবে প্রশাসন

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেবে প্রশাসন

ঢাকায় ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সামাল দিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকায় বসবাসরত বা ঢাকায় কাজে আসা এবং ভূমিকম্পের সময় দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা এই সরকারি সহায়তা পাবেন। তবে সহায়তা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকা বাধ্যতামূলক।

আহত ব্যক্তি নিজে বা তাঁর পক্ষে হাসপাতালের পরিচর্যাকারী কিংবা নিকটাত্মীয় ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে এই সহায়তা গ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসন জানিয়েছে, এ জন্য নির্ধারিত যোগাযোগের নম্বর হলো: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে ভূমিকম্পে আহত রোগী বা তাঁদের স্বজনদের কাছে এই তথ্যটি পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন।

Tags: