ক্রীড়া ডেস্কঃ
ক্রিকেটে সর্বোচ্চ কত রানের জুটি হতে পারে? টেস্টে সাঙ্গাকারা এবং জয়াবর্ধনের ৬২৪ রানের জুটি যেকোন উইকেটে সেরার মর্যাদা পেয়েছে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই জুটি কিংবদন্তির মর্যাদা পেয়েছে। না, সেই রেকর্ড ভাঙেনি। তবে রঞ্জি ট্রফিতে শুক্রবার নতুন ইতিহাস গড়েছেন স্বপ্নিল গুগালে ও অঙ্কিত বাউন নামে দুই তরুণ ক্রিকেটার।
অপরাজিত ৫৯৪ রানের পার্টনারশিপ গড়লেন মহারাষ্ট্রের এই দুই ক্রিকেটার। যা রঞ্জিতে এর আগে কোনো জুটি করতে পারেনি। আর দুই ক্রিকেটারের ব্যক্তিগত রান শুনলে অবাক তো হতেই হয়। গোটা দল এক ইনিংসে অনেক সময় যা রান তুলতে পারে না, স্বপ্নিল একাই তা করে দেখালেন। ৩৫১ রানে অপরাজিত রইলেন তিনি। অপারাজিত ২৫৮ রান করে মাঠ ছাড়লেন অঙ্কিত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জির দ্বিতীয় দিন আরও একটি রেকর্ডের সাক্ষী থাকলেন দর্শকরা। রঞ্জিতে প্রথমবার কোনো নিরপেক্ষ মাঠে এত বড় রানের পার্টনারশিপ তৈরি হল। মাত্র ২ উইকেট হারিয়ে ৬৩৫ রানে ইনিংস ডিক্লেয়ার করলেন মহারাষ্ট্রের অধিনায়ক স্বপ্নিল। রঞ্জিতে এর আগে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ৫৭৭ রানের।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৪-১০-২০১৬ ইং/মোঃ হাছিব