muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

নিম্ন আদালতের তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতি

নিম্ন আদালতের তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতি

নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন। বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পৃথক আদেশে একযোগে এ পদোন্নতি দেয়। পদোন্নতির সঙ্গে সঙ্গে বিচারকদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে ২৯৪ জনকে। আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৮২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি ও বদলির আদেশে বিচারকদের ২৭ নভেম্বরের মধ্যে দপ্তর প্রধান মনোনীত ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে অবস্থানরত বিচারকদের ছুটি শেষে আগের কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতির পর বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে আরও কয়েকজন বিচারককে নতুন দায়িত্ব দিয়ে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।

Tags: