muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

টিআই আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ঢাকায়

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ

 

বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হোসে কার্লোস উগাস সানচেস-মরেনো দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

 

শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালে টিআই পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচিত হওয়ার পর একশটিরও বেশি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সর্ববৃহৎ চ্যাপ্টার হিসেবে টিআইবির আমন্ত্রণে এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

 

দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন ত্বরান্বিত করতে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ই তার এই সফরের মূল উদ্দেশ্য।

 

দুই দিনের সফরকালে আইনের এই অধ্যাপক প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

প্রসঙ্গত, খ্যাতিমান আইনজ্ঞ অধ্যাপক উগাস (অ্যাডহক) অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে বহুল আলোচিত পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি ও দেশটির গোয়েন্দা প্রধান মন্তেসিনো চক্রের প্রায় দেড় হাজার সদস্যের বিরুদ্ধে দুই শয়ের বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ গঠন এবং এফবিআইয়ের সহযোগিতায় ভেনিজুয়েলা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ঘটনায় জড়িত দেশটির প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, কংগ্রেস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি, একাধিক নির্বাচন কর্মকর্তা এবং ১৪ জন জেনারেলকে বিচারের সম্মুখীন করা এবং দেশটি থেকে বিদেশে পাচার হওয়া ২০৫ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন স্থগিত এবং ১৫০ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করা সম্ভব হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /     ১৫-১০-২০১৬ ইং/মোঃ হাছিব

Tags: