muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই নারী

৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই নারী

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টারের ভেতরে বস্তাবন্দী করে আট কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে থাকা নিশি রহমানকে জামিন দিয়েছে আদালত।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলি-২ এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

পাঁচ হাজার টাকার বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

এর আগে, গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তার দুই বছর বয়সী সন্তানসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ওই সপ্তাহেই রোববার উপজেলা পরিষদ কোয়ার্টারে তার বাসার সামনে থাকা আট কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

পরে উপজেলা প্রশাসন মা কুকুরের আর্তনাদে পুকুরে তল্লাশি চালিয়ে বস্তা উদ্ধার করলে কুকুরছানাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে গত সপ্তাহে ব্যাপক তোলপাড় শুরু হয়।

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (পিএডব্লিউ) স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী হিসেবে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। সঠিক বিচারের জন্য আগামীতে এই মামলাটি চালিয়ে যেতে হবে। আমাদের প্রতিবাদটা হলো নিষ্ঠুরতা বা হিংস্রতার বিরুদ্ধে, ওই আসামির বিরুদ্ধে নয়। নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে একটা শাস্তি হলে অনেকেই সতর্ক হবে।

এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে রাতেই ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পরদিন বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ।

Tags: