ক্রীড়া ডেস্কঃ
টেস্টে এখনও বড় কোনো শক্তি নয় বাংলাদেশ। তবে দলে বিপজ্জনক ক্রিকেটারের অভাব নেই। টেস্ট শুরুর আগে তাই বাংলাদেশ দলকে নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করবে ইংল্যান্ড, জানালেন স্টুয়ার্ট ব্রড।
বাংলাদেশ টেস্ট খেলবে প্রায় ১৫ মাস পর। দীর্ঘদিনের বিরতিতে বাংলাদেশের টেস্ট টেম্পারমেন্টে মরচে ধরেছে, সেটা আশা করছেন ব্রড। তবে হালকাভাবেও নিচ্ছেন না স্বাগতিকরা।
প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে ব্রড জানালেন বাংলাদেশকে নিয়ে তাদের ভাবনার জায়গাটা।
“বাংলাদেশকে নিয়ে বিপদের জায়গাটা আমরা জানি। ওদের দারুণ কিছু ক্রিকেটার আছে, যাদের সাদা ও লাল বল, উভয় ক্রিকেটে রেকর্ড দুর্দান্ত। ওরা এক ঘণ্টা বা একটি সেশনের মধ্যেই খেলাটা প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। পরের কদিন তাই আমরা ওদের নিয়ে আরও গবেষণা করব।”
টেস্টের আগের যতটুকু সময় পাওয়া যায়, নিজেদের তাই আরও শাণিত করে নিতে চান ব্রড।
“আগামীকাল ও পরের দিন দল হিসেবে আমরা আমাদর স্কিলগুলো ঝালিয়ে নেব। প্রস্তুতি নেব যেন শুরুটা খুব ভালো করতে পারি।”
রোব ও সোমবার দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। টেস্ট শুরু বৃহস্পতিবার থেকে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৫-১০-২০১৬ ইং/মোঃ হাছিব