muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি ৪ মনোনয়ন প্রত্যাশীর

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি ৪ মনোনয়ন প্রত্যাশীর

কিশোরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন বঞ্চিত ৪ প্রার্থী।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলালি।

লিখিত বক্তব্যে তিনি মনোনয়ন প্রাপ্ত মাজহারুল ইসলামকে আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ উল্লেখ করে অবিলম্বে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে অন্য যে কাউকে দলের মনোনয়ন দেয়ার দাবি জানান প্রভাবশালী এই ৫ বিএনপি নেতা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

এর আগে একই দাবিতে রবিবার রাতে শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ -১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে প্রাথমিক মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটি।

Tags: