muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

তানোরে গভীর নলকূপে পাইপে আটকে আছে ২ বছরের শিশু

তানোরে গভীর নলকূপে পাইপে আটকে আছে ২ বছরের শিশু

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপের ভেতরে পড়ে আটকে গেছে স্বাধীন নামের দুই বছরের এক শিশু।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু স্বাধীনের বাবার নাম রাকিব। বাড়ির পাশে খেলতে খেলতে সে ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিশুটিকে যাতে জীবিত উদ্ধার করতে পারি। ফায়ার সার্ভিসের সদস্যরা নিশ্চিত করেছেন, চাপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারদলের আরও একটি টিম তানোরে পৌঁছানোর পথে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপের ভেতর থেকে শিশুটির সাড়াশব্দ পাওয়া যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে সে এখনো জীবিত আছে। তবে পাইপের গভীরতা অনেক বেশি এবং ভেতরটা সরু হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tags: