muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

মিশরে এমফিল ডিগ্রি অর্জন করলেন ব্রাহ্মণবাড়িয়ার শরিফ উদ্দিন

মিশরে এমফিল ডিগ্রি অর্জন করলেন ব্রাহ্মণবাড়িয়ার শরিফ উদ্দিন

সহস্র বছরের জ্ঞান ও ঐতিহ্যের বাতিঘর, বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল (মাস্টার অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের তরুণ গবেষক শরিফ উদ্দিন মুহাম্মদ আব্দুল মান্নান। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উলুমুল ইসলামিয়া অনুষদ থেকে তিনি সর্বোচ্চ ফলাফল “মুমতাজ (Excellent)” গ্রেড ডিগ্রি অর্জন করে একাডেমিক উৎকর্ষের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উলুমুল ইসলামিয়া অনুষদের ইমাম আহমাদ ইবনে তাইয়্যিব সেমিনার হলে তাঁর এমফিল থিসিসের ডিসকাশন সেমিনার (حفلة مناقشة رسالة الماجستير) অনুষ্ঠিত হয়। তাঁর গবেষণার বিষয় ছিল— "জাহিলি যুগ থেকে ইসলামী যুগে আরবি কবিতায় বীর চরিত্রের রূপান্তর"। এই গবেষণায় আরবি সাহিত্যে বীরত্ববোধ, নৈতিকতা ও মূল্যবোধের ক্রমবিবর্তনকে ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপটে গভীর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা গবেষক মহলে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।

থিসিস মূল্যায়নে মুনাকিশ (পরীক্ষক) হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুন নাসের মুহাম্মাদ আস-সাঈদ এবং অধ্যাপক ড. হাসান আব্দুর রহমান দাহশান। গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আলী আব্দুল ওয়াহহাব মুতাওয়ি‘ ও অধ্যাপক ড. গানেম সাঈদ গানেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত কাউন্সিলর গৌতম কুমার দে। রাষ্ট্রদূত সামিনা নাজ-এর প্রতিনিধি হিসেবে তাঁর উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তোলে। এ ছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গবেষণার বিষয় নির্বাচন, বিশ্লেষণী গভীরতা ও উপস্থাপনায় পরীক্ষকবৃন্দ পূর্ণ সন্তোষ প্রকাশ করেন এবং সর্বসম্মতিক্রমে তাঁকে সর্বোচ্চ গ্রেড “মুমতাজ (Excellent)” প্রদান করা হয়।

শরিফ উদ্দিন মিশরে বাংলাদেশ ছাত্র সংগঠন ‘ইত্তিহাদ’ ও এর অঙ্গসংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’-এর সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত বিষ্ণুপুর, মহেশপুর গ্রামে। তিনি চাপিয়া, কসবা ও দারুস সুন্নাহ মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।

২০১২–১৩ শিক্ষাবর্ষে জামিয়া দারুল আরক্বাম আল ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকমীল সম্পন্ন করার পর উচ্চশিক্ষার লক্ষ্যে মিশরে পাড়ি জমান। ২০১৪ সালে আল-আজহার ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। এরপর ২০১৮ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য অনুষদ থেকে অনার্স এবং ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে সুনামের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আরবি সাহিত্য বিভাগ থেকে এমফিল থিসিস সম্পন্ন করে ৯০ শতাংশেরও বেশি গড় নম্বরসহ সর্বোচ্চ ফলাফল অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি তিনি মিশরে অবস্থানরত বাংলাদেশি ছাত্র সমাজের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মিশর-এ তিনি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (২০১৬–১৭), সহ-সভাপতি (২০১৯–২০) এবং সভাপতি (২০২০–২১) হিসেবে দায়িত্ব পালন করেন। একই সংগঠনের (ইত্তিহাদ) উপদেষ্টা হিসেবেও তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সহ-সাধারণ সম্পাদক (২০১৭–১৮) ও সভাপতি (২০২১–২২) হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শরিফ উদ্দিন বলেন, “আযহার ওয়েলফেয়ার সোসাইটির আন্তরিক সহযোগিতা আমার গবেষণার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। আমি আশা করি, এই গবেষণা আরবি সাহিত্য ও জ্ঞানচর্চার ক্ষেত্রে একটি অর্থবহ অবদান রাখবে।

এই গৌরবোজ্জ্বল অর্জন উপলক্ষে আযহার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাঁকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। সোসাইটির দায়িত্বশীলরা তাঁর এই সাফল্যকে সংগঠনের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে তাঁর গবেষণা ও একাডেমিক যাত্রায় আরও সাফল্য কামনা করেন।

Tags: