muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

অন্তরঙ্গ দৃশ্যে নায়িকাদের ক্ষোভ

অন্তরঙ্গ দৃশ্যে নায়িকাদের ক্ষোভ

সিনেমার শুটিং সেটে কখনো কখনো অভিনেতারা দৃশ্যের আবেশে এতটাই ডুবে যান যে পরিচালক ‘কাট’ বলার পরও দৃশ্য চালিয়ে যান। দীর্ঘ চুম্বন, অন্তরঙ্গ মুহূর্ত এমনকি অ্যাকশন দৃশ্যেও এমন ঘটনার উদাহরণ রয়েছে। এসব অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রীরা।

বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত সম্প্রতি রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে সহশিল্পীর আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, পরিচালক ‘কাট’ বলার পরও এক অভিনেতা তাঁর সঙ্গে চুম্বনের দৃশ্য চালিয়ে যান। সায়নী গণমাধ্যমকে বলেন, “ঘনিষ্ঠ দৃশ্যগুলো প্রযুক্তিগতভাবে করা হয়, কিন্তু অনেক সময় কিছু মানুষ এই সুযোগের অপব্যবহার করেন। আমি নিজেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেখানে কাট বলার পরও একজন অভিনেতা থামছিলেন না।”

এ ধরনের ঘটনা অতীতেও বলিউডে আলোচনার জন্ম দিয়েছে। ‘ম্যায় তেরা হিরো’ সিনেমার ‘গালত কথা হ্যায়’ গানের শুটিংয়ে বরুণ ধাওয়ান ও নার্গিস ফাকরির একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও ভাইরাল হয়, যেখানে পরিচালক ডেভিড ধাওয়ান বারবার ‘কাট’ বললেও বরুণ শুটিং চালিয়ে যান।

অন্যদিকে, আশির দশকের শেষভাগে ‘দয়াবান’ সিনেমায় বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিতের চুম্বন দৃশ্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সে সময় অভিযোগ ওঠে, দৃশ্য চলাকালে বিনোদ খান্না নিয়ন্ত্রণ হারান। পরে তিনি প্রকাশ্যে মাধুরীর কাছে দুঃখ প্রকাশ করেন।

বিনোদ খান্নার নাম জড়ায় আরও এক ঘটনায়। মহেশ ভাট পরিচালিত অসমাপ্ত ছবি ‘প্রেম ধর্ম’-এ ডিম্পল কাপাডিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে পরিচালক ‘কাট’ বলার পরও তিনি থামেননি বলে অভিযোগ ওঠে। ঘটনায় আতঙ্কিত ডিম্পল কাপাডিয়া কান্নায় ভেঙে পড়েন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। পরে পরিচালক ও অভিনেতা দুজনই ক্ষমা চান।

অ্যাকশন দৃশ্যেও এমন ঘটনা ঘটেছে। ১৯৭৯ সালের ‘কালা পাথর’ সিনেমায় একটি লড়াই দৃশ্যে পরিচালক যশ চোপড়া ‘কাট’ বলার পরও অমিতাভ বচ্চন শত্রুঘ্ন সিনহাকে আঘাত করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে শশী কাপুরকে হস্তক্ষেপ করতে হয়।

এ ছাড়া অভিনেত্রী রেখা তাঁর প্রথম সিনেমা ‘আনজানা সফর’-এর শুটিংয়ে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতার কথাও উঠে এসেছে ইয়াসির ওসমানের লেখা জীবনীগ্রন্থে। সেখানে বলা হয়, চিত্রনাট্যের বাইরে গিয়ে সহশিল্পী ও পরিচালকের আচরণে মাত্র ১৫ বছর বয়সী রেখা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সিনেমার সেটে নিরাপত্তা, সম্মতি ও পেশাদার আচরণ নিশ্চিত করার প্রশ্নে এসব ঘটনা আবারও নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: