muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মেট্রোস্টেশনে নিরাপত্তা জোরদার, তল্লাশি

মেট্রোস্টেশনে নিরাপত্তা জোরদার, তল্লাশি

ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যু ঘিরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেছেন, কোনো ধরনের ঝুঁকির মধ্য আমরা থাকতে চাই না। বিগত সময়ে যে পরিমাণ পুলিশ ও নিরাপত্তা কর্মী কাজ করেছে আমরা তা আজকে থেকে অনেক পরিমাণে বাড়িয়েছি, বলতে গেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

অন্যান্য দিন সকাল থেকে মেট্রোরেল চলাচল শুরু করলেও শুক্রবার তা হয়নি। এদিন বিকাল ৩টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

শুক্রবার বিকালে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে ঘুরে দেখা যায় বেশিরভাগ যাত্রীদের তল্লাশি করে তবেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিকালে সচিবালয় স্টেশনে দায়িত্বরত মেট্রোরল পুলিশে উপ পরিদর্শক গনেশ সাহা গণমাধ্যমকে বলেন, আমরা সর্বোচ্চ সতর্কভাবে কাজ করছি, কোনো ধরনের নাশকতা যাতে কেউ না করতে পারে সেজন্য বেশিরভাগ যাত্রীদেরকেই তল্লাশি করছি, তবে সন্দেহ হলেই তল্লাশি করছি। চেষ্টা করছি কোন ধরনের নাশকতা যেন কেউ না করতে পারে।

তিনি বলে, সন্দেহ হলেই ব্যাগসহ বহন করা বিভিন্ন সরঞ্জামাদি তল্লাশি করছি। স্যারদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

বিভিন্ন সেটশনে প্রায় অর্ধেক প্রবেশ পথ বন্ধ করে রাখার কারণ জানতে চাইলে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, যাতে কেউ নিরাপত্তায় থাকা পুলিশের চোখ ফাঁকি দিতে না পারে সেজন্য সব স্টেশনেই কিছু কিছু প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে।

মেট্রোরেলের ভেতরে মনিটরে ভাসতে থাকে মেট্রোরেল দেশের সম্পদ, এটা রক্ষার দায়িত্ব সবার; আসুন সবাই মিলে নিজেদের স্বার্থে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করি।

এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, আমরা অনলাইনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই আহ্বান জানিয়েছি। পাশাপাশি ট্রেনের ভেতরে যাত্রী সাধারণের জন্যও লেখা হয়েছে।

Tags: